Sunday, 15 April 2018

রাজিবপুরে সমাজ সেবক এবং আউটসোর্সিং সফল ব্যক্তিদের সংবর্ধনা দিল বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – রাজিবপুর

http://zahidbd.com/
রাজিবপুরে সমাজ সেবক এবং আউটসোর্সিং সফল ব্যক্তিদের সংবর্ধনা দিল বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – রাজিবপুর


Outsourcing Award 2018-19
রাজিবপুরের তথ্য ও প্রযুক্তি এবং বেকার হ্রাস করার জন্য এমন উৎসাহী উদ্যোগ গ্রহন করা হয়েছে ।গত বছর Outsourcing Award ২০১৭ তে আমরা ২ জনকে দেওয়া হয়েছিল । এবার Outsourcing Award ২০১৮-১৯ তে ৩ জনকে দেওয়া হচ্ছে । এতে করে অনেকে Outsourcing সম্পর্কে জানতে পারবে এবং উৎসাহী হবে ।
উৎসাহ যোগানোর জন্য বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – রাজিবপুর বিভিন্ন ভাবে সবসময় পাশে থাকে । স্বপ্ন দেখে ডিজিটাল রাজিবপুরের ।
===============================================
Social Worker Award 2018-19
রাজিবপুরকে এগিয়ে নিতে হলে কিছু সমাজ সেবক মানুষ প্রয়োজন । সমাজ সেবাই সবাইকে উৎসাহী করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে । এবার Social Worker Award 2018-19 তে ২৫ জনকে দেওয়া হচ্ছে । প্রতিবছর করার চিন্তা ভাবনা চলছে ।
আজ পহেলা বৈশাখ উপলক্ষে ১ম পর্ব সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
** Social Worker – সমাজ সেবক ২০১৮-১৯
১. মো: সুজন মাহমুদ নূর
২. সাকিব মাহমুদ সজিব
৩. জি এস নবির
৪. মুহিত
৫. রেদওয়ান
৬.  মো: সুজন মাহমুদ
০৭. হিরো আহমেদ
০৮. মোস্তফা কামাল
০৯. সৌরভ আহমেদ
** আউটসোর্সিং উপর পুরস্কার  ২০১৮-১৯
১. মাসুদুর রহমান
২. রাজু আহমেদ
২য় পর্ব সংবর্ধনা হবে ঈদের পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ।
আরও মোট ১৭ জনকে সংবর্ধনা দেওয়া হবে ।

No comments:

Post a Comment